ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কর্মচারীদের আবাসস্থলে হাসপাতাল নির্মাণের উদ্যোগ রেল কর্তৃপক্ষের

প্রকাশিত: ২১:৪৮, ১ নভেম্বর ২০২০

কর্মচারীদের আবাসস্থলে হাসপাতাল নির্মাণের উদ্যোগ রেল কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেল কর্মচারীদের আবাসস্থল নিশ্চিত না করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সেবার নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ। পাঁচ শ’ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল ও ১০০ আসনের মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৬ একর জায়গা থেকে ক্রমান্বয়ে রেল কর্মচারীদের আবাসস্থলগুলো বিলীন করে এ ধরনের স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। সম্প্রতি পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে মাত্র ১৫ দিনের নোটিসে আবাসস্থল ছেড়ে দেয়ার বিপরীতে। রেল কর্মচারী কল্যাণ পরিষদের বিভিন্ন ব্যানারে আজকালের মধ্যে চট্টগ্রামের সিআরবি’র বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকায় মানববন্ধন করার ঘোষণা দিয়েছে কর্মকর্তা-কর্মচারীদের ১৪টি সংগঠন। অভিযোগ রয়েছে, প্রথম পর্যায়ে আট কর্মচারীকে নোটিস করা হয়েছে গত ১২ অক্টোবর। ১ নবেম্বরের আগে তথা ১৫ দিনের মধ্যে অন্যত্র বাসা বরাদ্দ দিয়ে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে বিভাগীয় প্রকৌশলী-২কে। ৩১ অক্টোবর পর্যন্ত কোন ধরনের বাসা বরাদ্দ দেয়নি সংশ্লিষ্ট দফতর। কিন্তু এ আট কর্মচারী জিএমের সঙ্গে সাক্ষাতের পর তিনমাসের সময় দেয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে নোটিসের বিষয়টি। জানা গেছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ‘স্টাবলিস্টমেন্ট অব এ ফাইভ হান্ড্রেড বেড মাল্টি স্পেশালিটি হসপিটাল এ্যান্ড এ হান্ড্রেড সিট মেডিক্যাল কলেজ অন বাংলাদেশ রেলওয়ে সাইট ইন চিটাগাং’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
×