ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তবু সৌভাগ্যবান গার্ডিওলা

প্রকাশিত: ২৩:২৮, ৩০ অক্টোবর ২০২০

তবু সৌভাগ্যবান গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা থেকে বেয়ার্ন মিউনিখ ঘুরে এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের ভূমিকা পালন করছেন পেপ গার্ডিওলা। গত চার মৌসুমে ঘরোয়া ফুটবলে বেশ ভালই সাফল্যের দেখা পেয়েছেন এই স্প্যানিশ কোচ। এই সময় ছয়টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে বড়মানের কোচ গার্ডিওলাকে নিয়োগ দেয়ার পেছনে সিটিজেনদের লক্ষ্য ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সাফল্য এনে দেয়া। কিন্তু এখানে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয় গত ৯ বছরে কোন দলকে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ফাইনালে তুলতে পারেননি গার্ডিওলা। তারপরও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে কোচের ভূমিকা যথাযথভাবেই পালন করে চলেছেন। কেবল সৌভাগ্যবান বলেই। হ্যাঁ, ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ফুটবলার ডায়েটমার হাম্মান এমনটাই মনে করেন। তিনি বলেন, ‘যদি আপনি তাদের রেকর্ডে চোখ দেন তাহলেই দেখতে পারবেন। সে বেয়ার্ন মিউনিখ অথবা ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠতে পারেনি। শুধু তাই নয়, যদি আপনি দলগুলোর দিকে তাকান সেটাও বুঝতে পারবেন যে, তার কারণে ক্লাবগুলোও তহবিল থেকে ব্যাপকভাবে ব্যয় করে।
×