ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারতাজ আলীম

হলিউডের রুপালি পর্দা থেকে রাজনীতিতে যারা

প্রকাশিত: ২৩:৪১, ২৯ অক্টোবর ২০২০

হলিউডের রুপালি পর্দা থেকে রাজনীতিতে যারা

ঘনিয়ে আসছে মার্কিন নির্বাচন। প্রতিবারের মতো এবারও সারা বিশ্বের আগ্রহের কেন্দ্রতে পরিণত হয়েছে মার্কিন নির্বাচন। ট্রাম্প আর বাইডেনের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হয় জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মার্কিন রাজনৈতিকরা প্রায়ই নিজেদের পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেয়, তারপর রাজনৈতিক অধ্যায় পার করে আবার যোগ দেয় অন্য কোন পেশাতে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সবমিলে ১৪টি সিনেমা এবং ডকুমেন্ট্রি সিনেমাতে অতি স্বল্পপরিসরে অভিনয় করেছেন। এছাড়াও রিয়েলিটি শো এবং টিভি সিরিজেও দেখা গেছে তাকে। শুধু ট্রাম্প নয় বড় বড় তারকাদেরও সিনেমাপাড়ার গলি থেকে রাজনীতির জগতে আসার ঘটনা আমেরিকাতে কম নয়। টার্মিনেটর খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার পেশিবহুল শরীর এবং এ্যাকশনে দর্শকদের বহুবার মাত করেছেন। ২০০৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের গবর্নর নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি। গবর্নর থাকাকালীন সময়েও তিনি এক্সপেন্ডেবল সিনেমার সেটে সময় দেন। মাত্র ৬ ঘণ্টা শূটিংয়ে সময় দিয়েছিলেন তিনি। সকালে অফিস থাকায় তার জন্য রাতে শূটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ২০১১ সালে রাজনৈতিক জীবনের ব্যস্ততা কমে আসায় তিনি আবার সিনেমাতে ফেরত যান। এছাড়াও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার উপস্থাপনা করা শো ঞযব ঈবষবনৎরঃু অঢ়ঢ়ৎবহঃরপব এর হাল ধরেন আর্নল্ড শোয়ার্জনেগার। তারপর ৪০তম মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রথম জীবনে ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা। প্রথমে রেডিও, তারপর ওয়ার্নার ব্রাদার্সে কাজ করার সুযোগ পান তিনি। ১৯৩৭ সাল থেকে তার সিনেমা ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। ১৯৪২ সালে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেন। চোখে সমস্যা থাকায় তিনি সেনাবাহিনীর হয়ে বিজ্ঞাপন, প্রচারণামূলক ভিডিও, প্রশিক্ষণ ভিডিও বানানোর কাজে করতে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি ১৯৪৭ থেকে ১৯৫২ পর্যন্ত স্ক্রিন এ্যাক্টর্স গিল্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে আবার একটি টিভি অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পান তিনি। সেসময় দেশের বিভিন্ন শহরে ঘুরতে ঘুরতে রাজনীতির ময়দানে আসেন রোনাল্ড। প্রিডেটর, রানিং ম্যান, থান্ডারগ্রাউন্ডসহ কয়েক ডজন সিনেমায় অভিনয় করা জেসি ভেনটুরা প্রথম জীবনে বিশ্বের অন্যতম সেরা কম্যান্ডো বাহিনী নেভি সিলের সদস্য ছিলেন। ভিয়েতনাম থেকে ফিরে তিনি সিনেমায় কাজ শুরু করেন। ও ধরহ’ঃ মড়ঃ ঃরসব ঃড় নষববফ ডায়ালগে জনপ্রিয় হয়ে উঠা এই অভিনেতা মিনেসোটা রাজ্যের ৩৮তম গবর্নর ছিলেন। ২০২০ সালের নির্বাচনে অখ্যাত গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনও করতে চেয়েছিলেন তিনি। যদিও পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মিনেসোটা রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হওয়া আল ফ্র্যাঙ্কেন প্রথম জীবনে ছিলেন একজন কৌতুক অভিনেতা এবং সঞ্চালক। এক যুগ ধরে ঝধঃঁৎফধু ঘরমযঃ খরাবঅনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক খ্যাতি পান তিনি। বই লেখা থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের পর ২০০৯ সালে তিনি সিনেটর নির্বাচিত হন। যৌন অসদাচরণের দায়ে ২০১৭ সালের শেষ দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
×