ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী ২৯ নবেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ১৫:০৫, ২৮ অক্টোবর ২০২০

আগামী ২৯ নবেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ॥ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেলসেতু। ইতোমধ্যেই সেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য সকল প্রক্রিয়া সম্পূর্ন হয়েছে। আগামী ২৯ নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর থেকেই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আজ বুধবার দুপুরে মন্ত্রী সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরির্দশন কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নতুন এই রেলসেতু দিয়ে দুটি লাইন দিয়ে ঘন্টায় ১শ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাষ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রেল বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×