ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সবুজ লোমের কুকুরছানা

প্রকাশিত: ২১:৫৬, ২৬ অক্টোবর ২০২০

সবুজ লোমের কুকুরছানা

চলতি বছরটা খুবই নজিরবিহীন। কেননা এ বছরই করোনাভাইরাস সারা পৃথিবীকে ওলট-পালট করে দেয়। কে ভেবেছিল করোনা মহামারী আকারে হানা দেবে পৃথিবীতে। ইতালির এক খামারে সবুজ লোমের বিরল এক কুকুরছানা জন্মেছে। খামারী ক্রিশ্চিয়ান মাল্লোচ্চির কুকুর স্পেলাচ্চিয়া যখন কয়েকটা ছানার জন্ম দিল দেখা গেল একটা ছানার লোমের রং ঘন সবুজ। ক্রিশ্চিয়ান সদ্যজাত সবুজ কুকুরছানার নাম রাখেন পিস্তাশিও। পিস্তাশিও শব্দের অর্থ পেস্তা। সবুজ রংয়ের কুকুরছানা খুবই বিরল। ধারণা করা হয়, গর্ভে থাকার সময় পিস্তাশিও সবুজ রংয়ের কণিকার সংস্পর্শে রং পাল্টে গেছে। একসঙ্গে পাঁচটি কুকুরছানার জন্ম দেয় স্পেলাচ্চিয়া। ইতালির ভূমধ্যসাগরীয় সার্ডেনিয়া দ্বীপে এই ঘটনাটি ঘটেছে। ক্রিশ্চিয়ান জানিয়েছেন, তিনি অন্য চারটি কুকুরছানাকে নতুন মালিকের কাছে হস্তান্তর করলেও পিস্তাশিওকে রেখে দেবেন। সবুজ রংকে আসলে আশা ও ভাগ্যের প্রতীক মনে করা হয়। তবে দুঃখের কথা হচ্ছে পিস্তাশিওর রং এখন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। -বিবিসি
×