ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারিবারিক গল্পের সিনেমা পাপনামা

প্রকাশিত: ২৩:৫১, ২৩ অক্টোবর ২০২০

পারিবারিক গল্পের সিনেমা পাপনামা

সংস্কৃতি ডেস্ক ॥ গল্পে, মূল বিষয় একটি সম্পর্কের গভীর অনুভূতিগুলো, যেগুলো খালি চোখে দেখা যায় না। শাশুড়ি এবং ছেলের বউয়ের মধ্যে জেনারেশন গ্যাপের কারণে মানসিক দূরত্ব, বোঝা-পড়ার ক্রাইসিস তৈরি হয় সেটা নিয়েই গল্পটি। অনেক গল্পের মধ্যে আমরা এমন একটি গল্প বেছে নেয়া হয়েছে, যে কথাগুলো কেউ প্রাণ খুলে বলতে পারে না। সিনেমাটিতে চমৎকার এক মেসেজ দেয়া আছে। এ প্রসঙ্গে পরিচালক আনুশ রুবেল জানান, পাপনামা আমাদের গল্পের সিনেমা। এই গল্পটি ভিত দুটি চরিত্রের ওপর, শাশুড়ি এবং বউ। পাপনামা সিনেমার কেন্দ্রীয় চরিত্র ২টি। একজন মনিরা মিঠু আপা, আর একজন সানজিদা তন্বী। ক্যামেরার পেছনে খুব ইউনিক, রিয়েটিভ কিছু মানুষ সময় এবং যতœ নিয়ে কাজটি আমরা করেছি। আর ক্যামেরার সামনে অন্যান্য চরিত্রে আছেন জুয়েল সালমান, সোহেল খান, শিমুল খান, দিশা মনি এবং আরও আপনাদের পছন্দের কয়েকজন মানুষ। পাপনামা একটি পরিপূর্ণ সিনেমা। আমাদের ৪ দিন এর মতো একটা লট আছে। যেখানে বাংলাদেশের আর একজন গুণী শিল্পী ফজলুর রহমান বাবু ভাইকে পাপনামা টিমের সঙ্গে যুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।
×