ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভর্তি ফি মওকুফের দাবি

প্রকাশিত: ২৩:১০, ২৩ অক্টোবর ২০২০

ভর্তি ফি মওকুফের দাবি

জবি সংবাদদাতা ॥ করোনা সঙ্কটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের ভর্তি ফি মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এ ছাড়া অত্যাধুনিক মেডিক্যাল সেন্টার নির্মাণ ও সহজ শিক্ষাঋণসহ শিক্ষার্থীদের যেসব দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণের আশ্বাস দিয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পরিষদ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সঙ্কট মোকাবেলায় লকডাউনসহ নানা পদক্ষেপের ফলে অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। অসংখ্য মানুষের রুটিরুজিতে টান পড়েছে। উৎপাদনশীলতাও মুখ থুবড়ে পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের পরিবারও এই মহাসঙ্কটের বাইরে নয়।
×