ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ৯৭ ট্রলার জব্দ

প্রকাশিত: ২১:৩৪, ২১ অক্টোবর ২০২০

মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ৯৭ ট্রলার জব্দ

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ২০ অক্টোবর ॥ ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণার পর রাতের বেলায় আকাশ থেকে হেলিকপ্টারে নজরদারি করে মুন্সীগঞ্জের পদ্মা নদী থেকে ৯৭টি ট্রলার জব্দসহ ৬ জেলেকে আটক করেছে মাওয়া নৌপুলিশ। পরে জব্দকৃত ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। এছাড়া অভিযানের সময় ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যা পরে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলার লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীর সিধারচর, কলিকালের চর, বাবুর চরসহ বিভিন্ন চর ও নদীতে অভিযান চালিয়ে এসব জাল-ট্রলার জব্দ ও জেলেদের আটক করে মাওয়া নৌপুলিশ। ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর বুধবার থেকে নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৪ নবেম্বর। এই সময়ে কেউ যেন ইলিশ ধরতে না পারে সে জন্য কড়া নজরদারি করা হচ্ছে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ওপর থেকে মনিটরিং করে ট্রলার ও জালের অবস্থান চিহ্নিত করা হয়। পরে রাতভর দুর্গম চারটি চর ও নদীতে অভিযান চালিয়ে চরে ও নৌকায় রাখা কারেন্ট জালসহ ট্রলার জব্দ করা হয়।
×