ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে রোধে ভার্চুয়াল সভা

প্রকাশিত: ২১:২৪, ২১ অক্টোবর ২০২০

বাল্যবিয়ে রোধে ভার্চুয়াল সভা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সুস্থ কিশোরী, নিরাপদ আগামী এই প্রতিপাদ্য সামনে রেখে প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে অনলাইন সচেতনতা ক্যাম্পেন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন এই আলোচনার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুম এ্যাপস-এর মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জুম এ্যাপস-এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, ইউএনএফপিএর কান্ট্রি ডিরেক্টর ড. অসা টার্কেলসন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
×