ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন : শ ম রেজাউল করিম

প্রকাশিত: ১৯:৫৭, ২০ অক্টোবর ২০২০

সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন : শ ম রেজাউল করিম

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ন নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো দৃঢ ও সুসংহত করবে। মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠির সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতনী সম্প্রদায় কোন প্রকার দুঃশ্চিন্তা ছাড়া নির্বিঘেœ ধর্মীয় রীতিনীতি অনুসরণ পুর্বক শারদীয় দুর্গোৎসব পালন করছেন। মা বোনসহ পুজারীরা এখন নির্বিঘেœ গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপে ঘুরে বেড়ান। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মালম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপন করতে পারেন। পূজামন্ডপ সমুহে সামাজিক দুরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, নেছারবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, জেলা পূজা পরিষদের সম্পাদক গোপাল বসু, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ। পরে মন্ত্রী উপজেলার ১১৫ পুজামন্ডপের সভাপতি ও সম্পাদকের নিকট ব্যাক্তিগত তহবিল, জেলা পরিষদ ও জেলাপরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের ব্যাক্তিগত তহবীল থেকে দেয় অনুদান হস্তান্তর করেন। এরপুর্বে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগ আয়োজিত তিনদিন ব্যাপি কৃষি মেলা উদ্ধোধন করেন এবং সম্প্রতি কৌড়িখাড়া বিসিক শিল্প নগরীতে সংগঠিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেন।
×