ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহি দোতালা লঞ্চ থেকে এক জুয়াড়ীকে নদীতে নিক্ষেপ

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ অক্টোবর ২০২০

যাত্রীবাহি দোতালা লঞ্চ থেকে এক জুয়াড়ীকে নদীতে নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহি দোতালা লঞ্চ পারাবত-১৪ থেকে এক জুয়াড়ীকে নদীতে নিক্ষেপ করা হয়েছে। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এরপর থেকে এখন পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ জুয়াড়ী রুবেল গাজীর (১৪)। নিখোঁজ জুয়াড়ী রুবেল গাজীর চাচাতো ভাই হানিফ গাজী জানান, শনিবার বিকালে রুবেল গাজী পারাবত-১৪ লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। লঞ্চের ষ্টাফ কেবিন ভাড়া নিয়ে তারা কয়েক বন্ধু সারারাত জুয়া খেলেছে। রবিবার ভোররাতে লঞ্চটি মুন্সিগঞ্জের কাছাকাছি পৌঁছালে রাসেল, রফিক, কবির, ইব্রাহিম ও শহীদসহ কয়েকজন যুবক রুবেলকে কেবিন থেকে টেনে হিচড়ে বের করে মারধর করে। এক পর্যায়ে তারা রুবেলকে নদীতে নিক্ষেপ করে। এরপর থেকে রুবেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। রুবেল গাজী বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের হারুন গাজীর ছেলে। তার স্ত্রী ও ৬ মাস বয়সী একটি সন্তান রয়েছে। নির্ভযোগ্য সূত্র জানায়, রুবেল ও তার ঘনিষ্ট কয়েকজন বন্ধু নিয়মিত ঢাকা-কালাইয়া ও ঢাকা-রাঙ্গাবালী রুটের একাধিক যাত্রীবাহি লঞ্চে জুয়ার আসর বসায়। জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে মারধরের পর নদীতে নিক্ষেপ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত রাসেল, রফিক ও ইব্রাহিম বাউফলেল কেশবপুর ইউনিয়নের জোড়া খুন মামলার আসামী। পুলিশের চোখ এড়াতে তারা সুকৌশলে নিয়মিত যাত্রীবাহি লঞ্চে জুয়া খেলে আসছিল।
×