ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ছেঁউড়িয়ায় অনুষ্ঠান হচ্ছে না

প্রকাশিত: ২৩:৪০, ১৪ অক্টোবর ২০২০

ছেঁউড়িয়ায় অনুষ্ঠান হচ্ছে না

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ অক্টোবর ॥ এবার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে হচ্ছে না মরমী সাধক ও বাউল স¤্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের কোন অনুষ্ঠান। বসছে না সাধুদের মিলনমেলা। করোনা পরিস্থিতির কারণে লালনের তিরোধান দিবসের সব আয়োজন বন্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া লালন একাডেমি। আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) বাউল শিরোমণি লালন শাহের ১৩০তম তিরোধান দিবস বা মৃত্যু দিবস। প্রতি বছর ঘটা করে দিনটি পালন করে আসছিল কুষ্টিয়া লালন একাডেমি। তবে লালন একাডেমি দিনটি তিরোধান দিবস বা প্রয়াণ দিবস হিসেবে পালন করলেও লালন ভক্ত, সাধু-গুরু-গোসাঁইরা দিনটিকে ‘উফাত দিবস’ হিসেবে পালন করে থাকেন। প্রতি বছর এ দিনে জমজমাট হয়ে ওঠে লালনের চারণভূমি ও সাধন-ভজনের তীর্থস্থান লালনের আখাড়াবাড়ি। মিলন ঘটে নানা ধর্ম ও বর্ণের মানুষে।
×