ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিনহা হত্যাকাণ্ড ॥ বিচার পর্যবেক্ষণে রাখতে বলেছে সংসদীয় কমিটি

প্রকাশিত: ২৩:২৪, ৮ অক্টোবর ২০২০

সিনহা হত্যাকাণ্ড ॥ বিচার পর্যবেক্ষণে রাখতে বলেছে সংসদীয় কমিটি

সংসদ রিপোর্টার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকা-ের বিচার কাজ পর্যবেক্ষণে রাখতে বলেছে সংসদীয় কমিটি। এ নিয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে, সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে। পাশাপাশি ওই হত্যাকা-ের বিচার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে কমিটি। বুধবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে আশ্বস্ত করে বলা হয়, এ ঘটনার বিচারে যা যা করা দরকার, সব ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রণালয় সবকিছু নজরে রেখেছে। গত আগস্ট মাসে কমিটির বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে না থাকলেও এ নিয়ে কথা তোলেন কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। কমিটির পরের বৈঠকে মেজর সিনহা হত্যকা- নিয়ে একটি প্রতিবেদন দেয়ার জন্য ওই বৈঠকে সুপারিশ করা হয়। বুধবার বৈঠকে ওই ঘটনা নিয়ে প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, মেজর সিনহার হত্যাকা-ের সঙ্গে কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তিনি ঘটনার তদন্তের শুরু থেকেই অসহযোগিতা ও বাধা দিয়ে আসছেন।
×