ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাউফলে জোড়া খুন মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

প্রকাশিত: ২১:২১, ৭ অক্টোবর ২০২০

বাউফলে জোড়া খুন মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৬ অক্টোবর ॥ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নে যুবলীগ নেতা রুমন তালুকদার ও তার চাচাত ভাই যুবলীগ কর্মী ইসাত হত্যা মামলার প্রধান আসামি কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে জেলহাজতে পাঠিয়ে পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন। উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিন শেষে মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। উল্লেখ্য, বাউফলের হুইপ আ.স.ম ফিরোজ সমর্থিত কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু এবং সাধারণ সম্পাদক ও ওই ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। গত ২ আগস্ট সন্ধ্যায় কেশপুর বাজারে দুই চাচাত ভাই দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মহিউদ্দিন লাভলুর সমর্থক রফিক, রাসেল, ইব্রাহিম, নুরুর নেতৃত্বে ৩০-৪০ জন সশস্ত্র লোক তাদের ওপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ পর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
×