ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে বিশেষ দূত পাঠিয়ে সৌদি প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে ॥ জিএম কাদের

প্রকাশিত: ১৯:২৪, ১ অক্টোবর ২০২০

প্রয়োজনে বিশেষ দূত পাঠিয়ে সৌদি প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সৌদি আরবে পাঠিয়ে সৌদি প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফিরতে চলমান সমস্যা সমাধানে সরকারের প্রতি এই পরামর্শ দেন তিনি। সাবেক এই মন্ত্রী বলেন, সৌদি থেকে আসা প্রবাসীদের মধ্যে অনেকের ইতোমধ্যেই অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সৌদি গমনেচ্ছুরা এখনো টিকেট পায়নি। দুর্ভাগ্যজনক ভাবে সৌদি প্রবাসীদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে সরকারের প্রতি আহবান জানান জাপা চেয়ারম্যান। রাজধানীর বিজয়নগরে টেপা কমপ্লেক্সে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে বরেণ্য কথা সাহিত্যক মোহাম্মদ আতাউর রহমান রেশনের স্মরণ সভায় দলের বিভিন্ন সারির নেতারা যোগ দেন। জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসা নেতাদেরও দীর্ঘদিন পর এই অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, প্রয়াত আতাউর রহমান রেশন ছিলেন পন্ডিত ব্যক্তিত্ব। তিনি নিজেই শুধু শিক্ষিত ছিলেন না, শিক্ষার আলো সর্বত্র পৌছে দিতে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বলেন, আতাউর রহমান রেশন দীর্ঘ দিন বেঁচে থাকবেন তাঁর কর্মের মধ্যে। অনুষ্ঠানে আলোচনা করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল ইসলাম জহির, ডা. নূরুল আজহার, আরিফুর রহমান খান, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, গোলাম মোহাম্মদ রাজু, সাবেক জাপা নেতা আহসান হাবীব লিংকন, গোলাম মাওলা রনি, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, সুলতান মাহমুদ, সাবেক জাপা ভাইস চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
×