ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ২১:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২০

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৮ সেপ্টেম্বর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদ্রাসায় পটুয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করেন। মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান জাকিরের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। ভিক্ষুকমুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫১ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা, ২ কেজি চাল প্রাথমিকভাবে দেয়া হয়। সমাজসেবা অধিদফতর, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শহর সমাজসেবা প্রকল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মাসাদুল হাসান তাপস।
×