ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভাটারায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আর্ট কলেজের শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ২৩:০০, ২৩ সেপ্টেম্বর ২০২০

ভাটারায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আর্ট কলেজের শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর নিহত হয়েছে। এদিকে শাহবাগের আনন্দবাজার এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ভাটারায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাদিয়া নীতি (১৯) নামে ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামে। তিনি ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে পরিবারের সঙ্গে থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। নিহতের ছোট বোন সাদিয়া রেজা তন্নি জানান, রাদিয়া রায়েরবাজার ঢাকা আর্ট কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় আর্টের অর্ডার নিতেন। চলতি মাসেই পল্টনের একটি রুম ডেকোরেটিংয়ের কাজ করছিলেন তিনি। তিনি জানান, সোমবার সকালে রাদিয়া ছোট ভাই রিফাতকে নিয়ে বাসা থেকে বের হন রাদিয়া। পরে রিফাতকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিয়ে পল্টনের কাজে যান। রাতে সেখান থেকে কাজ শেষ করে বাসে করে ভাটারার বাসায় ফিরছিলেন রাদিয়া। নতুনবাজার আমেরিকান গ্যারেজের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হবার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাদিয়ার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×