ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার নিউ ব্রিজ

বালুর দখলে ঘাঘট নদীর দুই পাড় ॥ হুমকিতে বাঁধ

প্রকাশিত: ২১:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২০

বালুর দখলে ঘাঘট নদীর দুই পাড় ॥ হুমকিতে বাঁধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ সেপ্টেম্বর ॥ গাইবান্ধার নিউ ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর দুই পাড় দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু রাখায় শহর রক্ষা বাঁধ চরম হুমকির মুখে রয়েছে। এ ব্যাপারে সচেতন এলাকাবাসী জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধা শহরস্থ নিউ ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর দু’পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছে। অসাধু বালু ব্যবসায়ীর একটি চক্র নৌকা ও ট্রলার বোঝাই করে নদীর দু’পাশে গড়ে তুলেছে বালুর পাহাড়। এসব বালু বিক্রয়ের জন্য প্রতিদিন অসংখ্য ট্রলি ও কাঁকড়া যাতায়াতের ফলে বাঁধের রাস্তা ভেঙ্গে হুমকির সম্মুখীন হচ্ছে।
×