ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ১৬:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২০

সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। সোমবার রাতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মাইনউদ্দিন (৪০) ও মোঃ মাসুদ রানা (৩৩)। এ সময় দুইটি মোবাইল ফোন ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিনের বাড়ি নরসিংদীর মাধবদীর অনন্তরামপুর এলাকায় ও মোঃ মাসুদ রানার বাড়ি গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ক্যাভার্ডভ্যানের চালক ও হেলপারের ছদ্মবেশে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অবৈধভাবে কাভার্ডভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
×