ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চাকরি দেয়ার নামে ৭০ লাখ টাকা আদায় ॥ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২১:১১, ১৮ সেপ্টেম্বর ২০২০

চাকরি দেয়ার নামে ৭০ লাখ টাকা আদায় ॥ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বন্দর, বিভিন্ন ব্যাংক ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ চক্রের মূল হোতাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতারণার নানা কৌশল তুলে ধরেন সিএমপি গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন। তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেয়ার নামে নানা কৌশলে অর্থ হাতিয়ে আসছে প্রতারক চক্র। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর, কাস্টমস, এনআরবি গ্লোবাল ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে আর্কষণীয় চাকরির লোভ দেখিয়ে তারা একেকজন চাকরি প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে দেড় লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। এ প্রতারক চক্রেরই মূল হোতা মোঃ ইব্রাহিম। পুলিশ তাকে বৃহস্পতিবার ভোরে মহানগরীর চান্দগাঁও থানার পাকা দোকান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদে সে চাকরি দেয়ার নামে প্রতারণার কথা স্বীকার করে। এ অনৈতিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। সিএমপির গোয়েন্দা বিভাগ সূত্রে জানানো হয়, ভুক্তভোগী এক চাকরি প্রার্থীর কাছ থেকে সুনির্দিষ্ট অভিযানের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। একপর্যায়ে সে অভিযোগের সত্যতা মেলে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার এবং তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র, চেক এবং স্ট্যাম্প জব্দ করা হয়। তদন্তে এ পর্যন্ত অন্তত ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন অঙ্কে তাদের কাছ থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় ৭০ লাখ টাকা। এ ব্যাপারে প্রতারক ইব্রাহিমের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের হয়েছে।
×