ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারতে মৃত্যু ১০৯২

নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২২:৪৬, ২০ আগস্ট ২০২০

নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে অস্ট্রেলিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে অস্ট্রেলিয়া সরকার। এক ঘোষণায় প্রধানমন্ত্রী স্কট মরিসন এ কথা জানান। আর ভারতে আবারও একদিনে ১০৯২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটি হাজারের বেশি মৃত্যু দেখল। করোনায় ইউরোপে সীমিত সংক্রমণ হয়েছে ফিনল্যান্ডে। সে দেশের সীমান্তে কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংক্রমণের উর্ধগতি দেখা দেয়ার পর কর্মস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স। অন্যদিকে মার্কিন রোগতত্ত্ব বিশেষজ্ঞ এ্যান্টনি ফাউসি বলেছেন, করোনার ভ্যাকসিন নিতে কাউকে বাধ্য করা যাবে না। জানা গেছে, চীনা ভ্যাকসিন এ বছরের শেষদিকে বাজারে আসবে। করোনার পরিবর্তিত রূপ মানুষের জন্য ভাল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় করোনার দশগুণ বেশি সংক্রামক প্রজাতি শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ৪৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, ব্লুমবার্গ, এনডিটিভি, দ্য স্ট্রেইট টাইমস ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশে^ বুধবার পর্যন্ত দুই কোটি ২৪ লাখ ৫৭ হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাত লাখ ৮৭ হাজার ৪৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৫১ লাখ ৭২ হাজার ৬২ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৪ লাখ ৭৯ হাজার ৫৬৩ জন। যাদের মধ্যে ৬২ হাজার ৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশে^ করোনা আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৩ হাজার ৭৫৩ জন। একদিনে মারা গেছেন ছয় হাজার ৩০৮ জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা মোকাবেলায় নিজ দেশের নাগরিকদের জন্য এক অভাবনীয় খুশির বার্তা দিলেন। তিনি জানিয়ে দিলেন, করোনার ভ্যাকসিন বাজারে এলেই তার দেশের সব নাগরিককে বিনামূল্যে ওই ভ্যাকসিন দেয়া হবে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ৪৩৮ জনের প্রাণহানী হয়েছে। ভারতে আরও ১০৯২ জনের মৃত্যু ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৩ হাজার ৪৬ জন। মৃত্যুর হার এক দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৩১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৭১ হাজার ৯৫৮ জনে। কঠিনতম সীমান্ত নিষেধাজ্ঞা ফিনল্যান্ডে ॥ ইউরোপের মধ্যে সবচেয়ে কম করোনা সংক্রমিত দেশের একটি ফিনল্যান্ড। এই অবস্থান ধরে রাখতে এ অঞ্চলের সবচেয়ে কঠিনতম সীমান্ত নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া ওহিসালো বলেছেন, ফিনল্যান্ডের সীমান্তবিধি ইউরোপের মধ্যে সবচেয়ে দৃঢ়। ‘ভ্যাকসিন নিতে বাধ্য করা যাবে না’ ॥ মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডাঃ এ্যান্টনি ফাউসি বলেছেন, তিনি প্রত্যাশা করেন না- যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন সবার জন্য নেয়া বাধ্যতামূলক করা হবে। বছর শেষে বাজারে আসবে চীনা ভ্যাকসিন ॥ মহামারী করোনা প্রতিরোধে চীন সম্ভাব্য যে ভ্যাকসিনটি তৈরি করেছে তা এ বছরের শেষ নাগাদ খুচরা বিক্রির জন্য বাজারে আসবে। এই ভ্যাকসিনটি তৈরি করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি সিনোফার্ম। পরিবর্তিত করোনা মানুষের জন্য ভাল ॥ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে ছড়াতে থাকা করোনার পরিবর্তিত রূপ আগের তুলনায় অনেক বেশি সংক্রামক হলেও তা খুবই কম প্রাণঘাতী। ব্রাজিলে আরও ১৩৬৫ ॥ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন বৈশ্বিক মহামারীতে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ সাত হাজার ৩৫৪ জন।
×