ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মিঠামইনে হাওড়ে নৌকাডুবিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ আগস্ট ২০২০

মিঠামইনে হাওড়ে নৌকাডুবিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ আগস্ট ॥ জেলার হাওড় অধ্যুষিত মিঠামইনে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সালেহা আক্তার (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনাস্থল উপজেলার গোপদীঘি শরীফপুর গ্রাম সংলগ্ন সাধুর বাঁধ এলাকার হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারী উপজেলার ঘাগড়া মালিউন্দ বড়বাড়ি গ্রামের মৃত সুলতান মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সালেহা আক্তার দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। স্বজনেরা কিশোরগঞ্জে তাকে চিকিৎসা করিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন। ঘাগড়ার মালিউন্দ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সালেহা আক্তারসহ ৮ জন করিমগঞ্জ উপজেলার চামটাঘাট থেকে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ভাড়া করেন। ৮ যাত্রীর মধ্যে একমাত্র নারী ছিলেন সালেহা আক্তার। পথে রাত সাড়ে ৮টার দিকে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের শরীফপুর গ্রাম সংলগ্ন সাধুর বাঁধ এলাকার হাওড়ে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
×