ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তুলে নেয়ার ৪ দিন পর ঢাবির সেই শিক্ষার্থীকে ছাড়ল ডিবি

প্রকাশিত: ০০:১৮, ২৯ জুলাই ২০২০

তুলে নেয়ার ৪ দিন পর ঢাবির সেই শিক্ষার্থীকে ছাড়ল ডিবি

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারে তুলে নেয়ার চারদিন পর বড় ভাইসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দুই ভাইকে ছেড়ে দেয়া হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া। খবর বিডিনিউজের। ডিবি পুলিশের পরিদর্শক মানস বলেন, জঙ্গী সংশ্লিষ্টতায় জড়িত থাকার খবরে গত শুক্রবার বিকেলে মহেশখালীর ইউনুছখালীর বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদুয়ান ফরহাদকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এর আগের দিন একই অভিযোগে তার বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। চারদিন ধরে জিজ্ঞাসাবাদের পর জঙ্গী কার্যক্রমে সম্পৃক্ত থাকা তথ্যের সত্যতা না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীর গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের মাস্টার্সের ছাত্র রেদুয়ান ফরহাদকে সাদা পোশাকের আটজনের একটি দল তুলে নিয়ে যায়। এর আগের দিন বিকেলে ইউনুছখালীর স্থানীয় বাজার থেকে তার ভাইকেও নিয়ে যাওয়া হয়।
×