ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার নিম্নমুখী

প্রকাশিত: ০১:১২, ২৮ জুলাই ২০২০

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার নিম্নমুখী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। তবে নি¤œমুখী রয়েছে আক্রান্তের হার। রবিবার ছিল করোনায় মৃত্যুহীন আরেকটি দিন। সুস্থ হয়েছেন ৭২ সহ প্রায় ২ হাজার করোনা রোগী। চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা প্রস্তুত হয়ে যাওয়ায় এক্ষেত্রে সঙ্কট অনেকটাই কমেছে। সামগ্রিক পরিস্থিতি এখন আগের তুলনায় স্বস্তিদায়ক। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী রবিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৭৬টি। এর মধ্যে ১৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯ হাজার ৬৭৯ জন মহানগর এলাকার এবং ৪ হাজার ১৮৯ জন বিভিন্ন উপজেলার। মৃতের সংখ্যা মোট ২২৮, যার মধ্যে শহর এলাকায় ১৬১ এবং বিভিন্ন উপজেলায় ৬৭। বন্দর হাসপাতালে ন্যাজাল ক্যানোলা দিল প্রিমিয়ার সিমেন্ট ॥ করোনা রোগীদের চিকিৎসায় সহায়তা হিসেবে চট্টগ্রাম বন্দর হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ সীকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদের হাতে সোমবার এই চিকিৎসা সরঞ্জাম তুলে দেন প্রিমিয়ার সিমেন্টের জিএম জোবায়ের আলম।
×