ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

স্টোকস-ব্রডে বদলে গেল দৃশ্যপট!

প্রকাশিত: ০০:০৬, ২১ জুলাই ২০২০

স্টোকস-ব্রডে বদলে গেল দৃশ্যপট!

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচদিনের টেস্টের একদিন পুরোটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার মাঝে ইংল্যান্ডের বিশাল সংগ্রহ। মনে হচ্ছিল নিষ্প্রাণ ড্র-ই হতে যাচ্ছে ওল্ডট্র্যাফোর্ড টেস্টের শেষ পরিণতি। কিন্তু হঠাৎই উইন্ডিজের ছন্দপতন, স্টুয়ার্ড ব্রডের দুরন্ত বোলিং এবং সুপার বেন স্টোকসের আগ্রাসী ব্যাটিংয়ে বদলে যায় দৃশ্যপট। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রানের পাহাড় গড়ার পর মাত্র ১৯ ওভারে ৩ উইকেটে ১২৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা। জয়ের জন্য ৩১২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভীষণ বিপদে পড়ে ক্যারিবীয়রা। সোমবার পঞ্চম ও শেষদিন চা-বিরতির আগে এ রিপোর্ট লেখার সময় ৫৪ রান তুলতেই ৪ উইকেট হারায় জেসন হোল্ডারের দল। যেখানে ব্রড একাই তুলে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে উইন্ডিজের সংগ্রহ ছিল ২৮৭। সাউদাম্পটনে প্রথম টেস্টে জয়ের আত্মবিশ্বাস থেকেই এখানে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু চমৎকার ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৪৬৯ রানের বড় সংগ্রহ এনে দেন ডমিনিক সিবলি ও বেন স্টোকস। সিবলি ৫৫৬ মিনিটে ৩৭২ বলে ১২০ ও স্টোকস ৪৮৭ মিনিটে ৩৫৬ বলে ১৭৬ রান করেন। ১৯৭৫ সালের পর ইংলিশদের হয়ে এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সাড়ে তিন শ’র বেশি বল খেলার ঘটনা এই প্রথম। জস বাটলার করেন ৪০ রান। উইন্ডিজের হয়ে ৫ উইকেট নেন স্পিনার রোস্টন চেস। জবাবে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয় সফরকারীরা। আশা জাগিয়েও একাধিক ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ৭৫, মিডলঅর্ডারে শামারা ব্রুকস ৬৮, অলরাউন্ডার রোস্টন চেস করেন ৫১ রান। ব্রড ৩, ক্রিস ওকস ৩ ও স্যাম কুরান নেন ২ উইকেট। ১৮২ রানে এগিয়ে থেকে রবিবার চতুর্থদিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। লক্ষ্যটা পরিষ্কার, দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। ফলে ওপেনিংয়ে নামানো হয় বেন স্টোকস ও জস বাটলারকে। ৮ ওভারে ৩২ রান তুলে নেয়া ইংল্যান্ড হারায় বাটলার (০) ও জ্যাক ক্রাউলিকে (১১)। সোমবার শেষদিন সকালে ধুন্ধুমার ব্যাটিং করেন স্টোকস। মাত্র ৫৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৭৮ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। অধিনায়ক রুট ৩৩ বলে ২২ রান করে আউট হন। মাত্র ১৯ ওভারে ৩ উইকেটে ১২৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে জয়ের জন্য প্রতিপক্ষকে ৩১২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক পেসারদের তোপের মুখে পড়ে উইন্ডিজ। ১৫তম ওভারে ৩৭ রান তুলতে ৪ উইকেট হারায় সফরকারীরা। বল হাতে আগুন ঝরান প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা ব্রড। অভিজ্ঞ এ পেসার একাই তুলে নেন ৩ উইকেট। ক্রিস ওকসের শিকার ১টি।
×