ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে করোনায় আক্রান্ত ৯৭৭ জন, মৃত্যু ১৫

প্রকাশিত: ১২:৫৩, ১৪ জুলাই ২০২০

মাদারীপুরে করোনায় আক্রান্ত ৯৭৭ জন, মৃত্যু ১৫

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরও ২৬ জন করোনাভাইরসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, রাজৈরে ৪ জন এবং শিবচর উপজেলায় ৩ জন। এ নিয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৭ জনে। গত ২৪ ঘন্টায় ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৩২ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৫জন। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৯ ও ১০ জুলাই সংগৃহীত নমুনার ১০৭ জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৬জনের করোনাভাইরাস পজিটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ করোনাভাইরসে আক্রান্ত হয়েছে ৯৭৭ জন। গত ২৪ ঘন্টায় আরো ৯ জনসহ সুস্থ হয়েছেন ৬৩২ জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৫জন। উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা-সদর উপজেলায় ৩৭১, রাজৈরে ২৮৭, কালকিনি উপজেলায় ১৭১ এবং শিবচর উপজেলায় ১৪৮জন। গত ২৪ ঘন্টায় ১৮২টিসহ ৬হাজার ৭৫৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ১০৭টিসহ ৬হাজার ৫৭৪টির ফলাফল পাওয়া গেছে। বর্তমানে ৩০৪জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন শনাক্ত ২৬জনকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
×