ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ জুলাই উপনির্বাচন না করতে জাপার চিঠি

প্রকাশিত: ০০:১১, ১০ জুলাই ২০২০

১৪ জুলাই উপনির্বাচন না করতে জাপার চিঠি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে যশোর ও বগুড়ায় উপনির্বাচন না করতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি (জিএম কাদের)। বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, দলের সাহিত্য সম্পাদক সুমন আশরাফ এবং যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমসহ একটি প্রতিনিধি দল জাপা চেয়ারম্যানের চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দিয়েছেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দল ও ট্রাস্টের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচী চূড়ান্ত করা হয়েছে। দলের কর্মসূচী ইতোমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন জিএম কাদের। তবে কর্মসূচীর কোন কিছুতেই নেই এরশাদের স্ত্রী ও বিরোধী দলের নেতা রওশন। অপর অংশে এরশাদ ট্রাস্টের নেপথ্যে রয়েছেন আরেক স্ত্রী বিদিশা। তিনি ট্রাস্টের পক্ষ থেকে এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন বিভিন্ন কর্মসূচী পালন করবেন। চিঠিতে জিএম কাদের বলেন, গত বছর ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালনকালে ইন্তেকাল করেন। জাতীয় পার্টি ১৪ জুলাই দিনটি দলগতভাবে শোক দিবস হিসেবে পালন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা বুধবার দৈনিক জনকণ্ঠে ৩-এর পাতায় প্রকাশিত ‘মানব পাচার ও অর্থ পাচারের বিরুদ্ধে ছাড় দেয়া হবে না ॥ পররাষ্ট্রমন্ত্রী‘ শীর্ষক খবরের আংশিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র তথ্য কর্মকর্তার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়Ñ দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) কুয়েতের নাগরিক।’ পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাতকারে মোহাম্মদ শহিদ ইসলামকে কুয়েতের নাগরিক হিসেবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, ‘মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশ সরকারের কোন ডিপ্লোমেটিক পাসপোর্ট নিয়ে কুয়েতে যাননি এবং তিনি প্রায় ২৯/৩০ বছর কুয়েতে ব্যবসায় নিয়োজিত আছেন। তার হয়ত কুয়েতের রেসিডেন্ট পারমিট আছে।’
×