ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বন্যার মধ্যেও প্রচার কার্যক্রমে মাঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা

প্রকাশিত: ২৩:২১, ১০ জুলাই ২০২০

বন্যার মধ্যেও প্রচার কার্যক্রমে মাঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বর্ষার মধ্যেই উপনির্বাচনে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী। বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির হাইকমান্ডের নির্দেশে করোনা ও বন্যার মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাকি চারজনকে মাঠে দেখা যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে আছেন জাতীয় পার্টির প্রার্থী। সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুর পর শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনের দিনক্ষণ ছিল ২৯ মার্চ। করোনার কারণে তা স্থগিত করার পর দ্বিতীয় দফায় ১৪ জুলাই ভোট গ্রহণের তারিখ। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীগণ জানান, প্রচার কার্যক্রম করোনার কারণে কিছুটা থেমে যায়। তবে উপনির্বাচনের পরবর্তী তারিখের প্রতীক্ষায় থেকে প্রচার চলছিল। এখন শেষ মুহূর্তে প্রচারের ফলোআপের গতি বাড়ানো হয়েছে।
×