ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬০ ভুক্তভোগী

প্রকাশিত: ০০:০৭, ৩ জুলাই ২০২০

ঢাকায় প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬০ ভুক্তভোগী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানীর কদমতলী থানার ধনিয়া এলাকায় ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লি. নামের একটি অফিসে অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতাররা অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এ ধরনের প্রতারণা করে আসছিল। এ সময় চাকরি প্রত্যাশী ৬০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলো -মোঃ মোসলেম উদ্দিন ওরফে রানা (৩০), মোঃ ইসমাইল (৩১), মোঃ জালাল উদ্দিন (৫০), মোঃ শরিফ হোসেন (২০), শবনম আক্তার (৩২), সুমাইয়া আক্তার রিভা (১৮) ও বিথী আক্তার (৩০)। গ্রেফতারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি মোবাইল, পাঁচটি সিল, ২০ চাকরির আবেদনপত্র, বিপুল পরিমাণ ভুয়া চাকরির বিজ্ঞাপন, ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের রশিদ ও প্রার্থীদের নিবন্ধন ফর্ম ও নগদ অর্থ জব্দ করা হয়।
×