ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পতেঙ্গায় ১শ’ শয্যার ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশিত: ২২:০৩, ২ জুলাই ২০২০

পতেঙ্গায় ১শ’ শয্যার ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় গড়ে তোলা হয়েছে ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বি. কে কনভেনশন হলে বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এ হসপিটাল। হাসপাতাল উদ্বোধন করেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ। উদ্যোক্তারা জানান, দু’সপ্তাহের প্রস্তুতি শেষে উদ্বোধন করা হলো এ হাসপাতাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে করোনা পজিটিভ রোগীদের পাশাপাশি অন্য উপসর্গের রোগীরাও চিকিৎসা পাবেন। হাসপাতালটিতে সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকবে ১২ দক্ষ চিকিৎসক, ১৬ নার্সসহ ৫০ সদস্যের একটি টিম। প্রাথমিকভাবে ১০টি করে করোনার সেম্পল কালেকশন করা হবে। ভর্তি হওয়া রোগী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ চিকিৎসকগণ টেলিমেডিসিন সেনা প্রদান করবেন। প্রতিটি বেডই সংযুক্ত থাকবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের সঙ্গে। প্রাথমিকভাবে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এ হাসপাতাল খুব দ্রুতই এক শ’ শয্যায় উন্নীত হবে।
×