ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ২২:১৩, ২৯ জুন ২০২০

মংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা , মংলা, ২৮ জুন ॥ মংলা পোর্ট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় পৌরসভার সভাকক্ষে এক শ’ ২ কোটি পাঁচ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ মোঃ জুলফিকার আলী। বাজেটে আয় ধরা হয়েছে এক শ’ ২ কোটি পাঁচ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে এক শ’ ২ কোটি পাঁচ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা। বাজেটে সাধারণ সংস্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য পয়প্রণালীসহ ৯টি খাতে ব্যয়ের হিসেব উল্লেখ করেন মেয়র। এ সময় ট্যাক্সেস, উন্নয়ন খাত ব্যতীত সরকারী অনুদানসহ ৯টি খাতে আয় ধরা হয়েছে বলে জানান তিনি। এ সময় পৌরসচিব অমল কৃষ্ণ সাহা, কাউন্সিলর আলা উদ্দিন, মোঃ রাজ্জাক, ইমান হোসেন, ইউনুচ আলী ও খোরশেদ আলম উপস্থিত ছিলেন। শিবচর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, করোনাভাইরাস মোকাবেলা ও ডেঙ্গু মশক নিধনে বিশেষ বরাদ্দ রেখে নতুন করারোপ ছাড়াই জেলার শিবচর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে পৌর মেয়র আওলাদ হোসেন খান এ বাজেট ঘোষণা করেন। শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে করোনাভাইরাস মোকাবেলা, ডেঙ্গু মশক নিধনসহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে বিশেষ বরাদ্দ ধরা হয়েছে।
×