ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য

প্রকাশিত: ১৬:০০, ২৬ জুন ২০২০

করোনা ভাইরাসে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে পুলিশের আরও এক সদস্য প্রাণ হারিয়েছেন। কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় পুলিশের ৩৭ সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ সদর দফতরের হিসাবে, এ পর্যন্ত সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
×