ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

স্থানীয় সরকার খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৬৮৭ কোটি

প্রকাশিত: ২২:১৬, ১২ জুন ২০২০

স্থানীয় সরকার খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৬৮৭ কোটি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০২০-২১ অর্থবছরে বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাজেট চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৬৮৭ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী বছরে এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৩৯ হাজার ৫৭৩ কোটি টাকা। গত অর্থবছর যা ছিল ৩৭ হাজার ৮৮৬ কোটি টাকা। বাজেট প্রস্তাবে বলা হয়, করোনার মধ্যেও সরকারের অতি গুরুত্বপূর্ণ প্রকল্প আমার গ্রাম আমার শহর প্রকল্পের কাজ চলমান রয়েছেও যা অব্যাহত থাকবে। এছাড়া প্রতিটি গ্রামে পল্লী অর্থনীতির সঞ্চালন ও পল্লী জনজীবনের সুবিধা ধারাবাহিকভাবে বজায় রাখতে বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে গ্রামীণ সড়কের পরিবর্তন করা। এক্ষেত্রে দ্রুত ব্যস্ত গ্রামীণ সড়কসমূহ ডাবল লেনে পরিবর্তন করা ও আপগ্রেডেশন করা, নির্মিত অবকাঠামোসমূহ টেকসই রক্ষণাবেক্ষণ এবং সড়ক যোগাযোগবিহীন গ্রামে দ্রুত সড়ক স্থাপন করা। মোটকথা গত বছরের চেয়ে এ বছর সড়ক বেশি নির্মাণ করা হবে। বাজেটে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে পল্লী সেক্টরে জলবায়ু সহনশীল মধ্য আয়ের অর্থনীতি উপযোগী করে কোর রোড নেটওয়ার্ক সম্প্রসারণসহ মোট ১ হাজার ৫৫০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হবে একইসঙ্গে সকল সড়কে ৩১ হাজার ব্রিজ কালভার্ট সম্প্রসারণ বা নির্মাণ করা হবে। নির্মিত সড়কসমূহ টেকসই করতে ১৩ হাজার ৫০০ কিলোমিটার পাকা সড়ক ও ৩ হাজার ৮০০ মিটার ব্রিজ এবং কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সঞ্চালন, দ্রুত বিকাশ, কর্মসংস্থান তৈরি, সাপ্লাই চেইনকে প্রভাবিত করে কৃষি অকৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য ১৯৫টি গ্রোথ সেন্টার ও হাট বাজার নির্মাণ করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ৬৫ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা ও ১০০টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হবে। উপকূলীয় এলাকায় ১৪০টি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। সড়ক উন্নয়নের ফলে দেশের সড়ক নেটওয়ার্ক কভারেজ ৩৫ দশমিক ৭৫ ভাগ থেকে ৩৬ দশসিক ৭৫ ভাগে উন্নীত করা হবে। পল্লী অঞ্চলে এসব উন্নয়নের পাশপাশি ছোটবড় নগরগুলোতে ৮৩০ কিলোমিটার ফুটপাথ নির্মাণ, ২৫০ কিলোমিটার ড্রেন নির্মাণসহ ৩ হাজার মিটার ব্রিজ কালভার্ট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সকল উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে ২০২০-২১ অর্থবছরে ১২ কোটি জনদিবস প্রত্যক্ষ কর্মসংস্থান এবং অবকাঠামো তৈরির ফল হিসেবে পরোক্ষ কর্মসংস্থান তৈরির বিশাল সুযোগ সৃষ্টি হবে। বাজেটে বলা হয়, চলতি ২০১৯-২০ অর্থবছরে লক্ষ্য নির্ধারণ করা গ্রামীণ নেটওয়ার্ক কভারেজ শতকরা ৩৫ ভাগ থেকে ৩৫ দশমিক ৭৫ ভাগ শতভাগ বাস্তবায়িত হয়েছে। এছাড়া ৩ লাখ ৫০ হাজার ৩৯৬ মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে বলে তা তুলে ধরা হয়েছে। আমার গ্রাম আমার শহর এ সংশ্লিষ্ট এক কর্মপরিকল্পনা স্থানীয় সরকার মন্ত্রণালয় তৈরি করেছে যা বাস্তবায়নে কাজ করতে গুরুত্ব দেয়া হবে।
×