ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নাটোরে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও মালিক

প্রকাশিত: ২১:৪৩, ১২ জুন ২০২০

নাটোরে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও মালিক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ জুন ॥ সদর উপজেলার মাঝদিঘা এলাকায় গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে কামরুল ইসলাম নামের এক এনজিও মালিক। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে গ্রাহকরা ফুঁসে উঠেছে। তারা সকাল থেকেই টাকার দাবিতে ভিড় করছে এনজিও মালিক কামরুল ইসলামের বাড়িতে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাওনাদাররা এনজিও মালিকের বাড়ি ঘিরে রেখেছিল। কামরুল ইসলাম সদর উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া গ্রামের ওলি প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানায়, নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় ‘হেলপ সোসাইটি’ নামে একটি এনজিও অফিস খুলে পরিচালনা করতে থাকেন কামরুল ইসলাম। পরে পার্শ্ববর্তী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া ও ঝলমলিয়া দুটি অফিস খোলেন। এখানে বেশ কয়েকজন কর্মচারী নিয়োগ দেয়া হয়। ক্ষুদ্র ঋণ দেয়ার নামে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এছাড়া মোটা অঙ্কের লাভ দেয়ার কথা বলে বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট প্রকল্প খুলে টাকা সংগ্রহ করেন তিনি। এদিকে বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামেও আরেকটি সমবায় মমিতি খুলেও টাকা সংগ্রহ করেন। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার হঠাৎ করে গ্রাহকরা জানতে পারেন টাকা আত্মসাত করে পালিয়ে গেছেন এনজিও মালিক কামরুল। এরপর পরই টাকা সঞ্চয় এবং ফিক্সড ডিপোজিট রাখা গ্রাহকরা তার বাড়িতে চড়াও হয় টাকার জন্য। মোল্লাপাড়া গ্রামের সাইফুল ইসলাম, রাইতুল ইসলাম, অভিযোগ করে জানান, ফিক্সড ডিপোজিট হিসেবে তারা কয়েক লাখ টাকা সঞ্চয় করেছিলেন। এখন তারা সব হারিয়েছেন। টাকা ফেরত না পেলে পথে বসবেন তারা। এ বিষয়ে নাটোর সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা জানান, এ ধরনের কোন এনজিও নিবন্ধন তারা দেননি।
×