ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁর সাপাহারে খুলেছে আমের আড়ত

প্রকাশিত: ১৭:৫৪, ৬ জুন ২০২০

নওগাঁর সাপাহারে খুলেছে আমের আড়ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহারে শুরু হয়েছে মৌসুমী ফল আম বেচা-কেনা। খুলেছে আমের আড়ত। এসেছে পাইকারী ব্যবসায়ী। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে বাগান মালিক ও ব্যবসায়ীদের মাঝে। তবে শুরুতেই ভাবাচ্ছে বাগান মালিকদের, আমের বাজার দর কম থাকায়। সংগ্রহের কাজ শুরুতেই গুটি-গোপাল ভোগ ও হিম সাগর জাতের আম বাজারে আসছে। টানা লকডাউনের কারনে গাছে আম নিয়ে হতাশায় ভুগছিলেন বাগান মালিকরা। পরিশেষে অপেক্ষার দিন শেষ হয়েছে। আম বেচা কেনা শুরু হয়েছে। ইতোমধ্যেই পরিবহন নিয়ে কেটেছে দুশ্চিন্তা। প্রশাসনের সহযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে আসছেন পাইকারী ব্যবসায়ী। আড়ত গুলোতে শুরু হয়েছে আম বেচা কেনা। তবে আম বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবারে আমের দাম অনেকটা কম। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহের মধ্যে শুরু হবে বেচা-কেনা তখন বাজার দর ফিরে আসবে স্বাভাবিক অবস্তায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানায়, এবারে এই উপজেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৫ হাজার মেট্রিকটন।
×