ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ১৮ শতাংশ

প্রকাশিত: ২১:০৬, ৫ জুন ২০২০

প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ১৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২০ সালের প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংক লিমিটেড সলো ভিত্তিতে ৫১ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১৮ বেশি। ২০২০ সালের প্রথম তিন মাসে সালে সলো ভিত্তিতে ব্যাংকটি ১৬২ কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ের ১৩৯ কোটি টাকার চেয়ে ১৭% বেশি। বৃহস্পতিবার ব্যাংকের ফেজবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সেশনের মাধ্যমে এই তথ্যগুলো প্রকাশ করেছে ব্যাংকটি। এতে বলা হয়, ৩১ মার্চ ২০২০ এ সলো ভিত্তিতে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৪৫ টাকা, যা ২০১৯ সালের একই সময়ে ছিল ০.৩৮ টাকা। ২০২০ সালের জানুয়ারি-মার্চ সময়ে সালে সলো ভিত্তিতে শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়ায় ২৪.১১ টাকা, যা আগের বছরে ছিল ২৩.৫০ টাকা। ৩১ মার্চ ২০২০ এ সলো ভিত্তিতে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়ায় ২.১৭ টাকা, যা পূর্ববতী বছরের একই সময়ে ছিল ১.৭৪ টাকা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ ও সিনিয়র ম্যানেজমেন্টের কর্মকর্তাবৃন্দ ২০২০ সালো প্রথম তিন মাসের আর্থিক ফলাফল উপস্থাপন করেন এবং অনলাইনে অংগ্রহণকারী দেশী-বিদেশী বিনিয়োগ বিশ্লেষক, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও আর্থিক প্রতিষ্ঠানের পার্টনার ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
×