ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে একদিনে পুলিশ-ডাক্তারসহ ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:৩৫, ৪ জুন ২০২০

বাঁশখালীতে একদিনে পুলিশ-ডাক্তারসহ ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে একদিনে পুলিশ, ডাক্তারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ জন। মঙ্গলবার রাতে নগরীর বিআইটিআইডি, সিভাসু, চমেক হাসপাতালে করোনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। মেডিক্যালের আবাসিক অফিসার ডা. সাহিদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার গত দুই দিনে সংগৃহীত ৫০ জনের করোনা উপসর্গের নমুনায় সরকারি গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভাড়ায় চালিত সিএনজি টেক্সিযোগে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে পাঠানো হয়ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, পৌরসভা ও ১৪টি ইউনিয়নে করোনা আক্রান্ত মানুষদের নমুনা সংগ্রহের জন্য এমটিআই জয়নাল আবেদীন, ল্যাব টেকন্যাশিয়ান পরিতোষ বডুয়া ও এসটিআই কোর্স মামুনুর রশিদ দায়িত্ব পালন করে আসছেন| নতুন ভাবে পিএইচসিপি সদস্যরা নমুনা সংগ্রহ করবেন বলে জানা গেছে| বাঁশখালীতে এখন পর্যন্ত ৩১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে| তার মধ্যে ২৭০ জনের রিপোর্ট পাওয়া গেছে | আক্রান্তদের মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। তাছাডা জলদী এলাকার আকতার হোসেন ও বৈলগাও গ্রামের হাসিনা আকতার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ওসি মো. রেজাউল করিম মজুমদার বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যানবাহন চলাচলের জন্য চালক-মালিকদেরকে নির্দেশনা দেয়া হয়েছে | একইভাবে ব্যাবসায়ীদেরও নিয়ম মেনে তাদের প্রতিষ্ঠান চালু রাখার জন্য বলা হয়েছে | সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে এএসআই নুরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন| তবুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা|
×