ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঢাবির ৮০ শতাংশ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে আগ্রহী

প্রকাশিত: ২৩:৫৫, ৪ জুন ২০২০

ঢাবির ৮০ শতাংশ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে আগ্রহী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনা ভাইরাস মহামারীর কারণে দেশে শিক্ষা ব্যবস্থা থমকে গেছে। উচ্চ শিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমতিক্রমে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনো অনলাইন ক্লাস পরিচালনার সম্ভ্যাবতা যাচাইয়ের স্তরে অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা সমীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশ শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনলাইন ক্লাস করতে আগ্রহী। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গ্রামে অবস্থানকারী প্রায় ৭০% শিক্ষার্থী অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অনলাইন শিক্ষা কার্যক্রম সচল করতে শিক্ষার্থীদের মানসিক, কারিগরি ও আর্থিক প্রস্তুতি যাচাই করার জন্য ‘অনলাইন সমীক্ষা ও টেলিফোন সাক্ষাৎকারের’ মাধ্যমে করা এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যাললেয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তিন সহযোগী অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ড. ম. মনিনুর রশিদ ও ড. মো. সাইফুল মালেক অনলাইনে এক সমীক্ষা পরিচালনা করেন। সমীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৬০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের ৫৮% পুরুষ ও ৪২% নারী। অভিভাবকদের ৯১ শতাংশ অনলাইন লার্নিং নিয়ে সন্তুষ্টি ॥ রাজধানীর ডিপিএস এসটিএস স্কুল অনলাইন শিক্ষা নিয়ে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ‘প্যারেন্ট’স অনলাইন প্রোগ্রাম সার্ভে রিপোর্ট’ শীর্ষক একটি জরিপে দেখা যায়, অভিভাবকদের ৯১ শতাংশ অনলাইন লার্নিং নিয়ে সন্তুষ্ঠ। বেশিরভাগ অভিভাবকই (৭৬%) মনে করেন, তাদের সন্তানরা অনলাইনে শিক্ষা কার্যক্রম উপভোগ করেছে এবং অভিভাবকরাও তাদের সন্তানদের এক্ষেত্রে উৎসাহিত করছেন। এছাড়া ৮৫% অভিভাবক মনে করেন, স্কুলটির অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি সম্পর্কে ধারণা সৃষ্টিতে সক্ষম হয়েছে। ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ মধু ওয়াল বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। স্কুল পুনরায় চালু হওয়ার পর পুরোদমে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের জন্য আমরা ভবিষ্যতেও অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রাখবো।
×