ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের ৬০ লাখ টাকা উদ্ধার ॥ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ২৩:১২, ৩ জুন ২০২০

ন্যাশনাল ব্যাংকের ৬০ লাখ টাকা উদ্ধার ॥ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গত ১০ মে রাজধানীর পুরান ঢাকা থেকে ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় চারজনকে দুইটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের একদিনের রিমান্ড পেয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মোঃ মাহবুব আলম মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি আরও জানান, টাকাগুলো ইসলামপুর থেকে উত্তোলন করে ন্যাশনাল ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ন্যাশনাল ব্যাংকের টাকা। দিনদুপুরে রাজধানীর লালবাগ জোনের কোতোয়ালি এলাকা থেকে টাকার বস্তাটি খোয়া যায়। এ ঘটনায় ওইদিনই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও গাড়ির দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম ডন (৪৩), গাড়িচালক আব্দুল লতিফ (৫৫), দু’জন নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও ইউনুস আলীকে (৫০) আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোতোয়ালি থানায় একটি মামলাও হয়। যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত পর্যালোচনা করে দেখা যায়, টাকাগুলো খোয়া যায়নি। সেগুলো চুরি হয়ে যায়। এ ঘটনায় হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মোঃ মোস্তাফা (৫২), মোঃ বাবুল মিয়া (৫৫) ও পারভীনকে (৩১) ঢাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মোতাবেক তাদের কাছ থেকেই উদ্ধার হয় ৬০ লাখ টাকা। টাকার সঙ্গে দুইটি বিদেশী পিস্তলও পাওয়া যায়। বাকি ২০ লাখ টাকা তারা বিভিন্নভাবে খরচ করেছে বলে দাবি করেছে গ্রেফতারকৃতরা। নিরাপত্তারক্ষী থাকতে কিভাবে টাকা চুরি হলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান যুগ্ম-কমিশনার মাহবুব আলম। সংবাদ সম্মেলনে ডিবির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×