ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় হত্যাকাণ্ড

ভৈরবে গ্রেফতার বাহারুল পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২৩:২০, ২ জুন ২০২০

ভৈরবে গ্রেফতার বাহারুল পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১ জুন ॥ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লিবিয়ায় গুলি করে ২৬ বাংলাদেশীকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ভৈরবের শ্রীনগর গ্রামের মোঃ বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার দুপুরে তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অর্গানাইজড ক্রাইম (টিএইচবি) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান। ২নং জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রকিবুল বারী জামিন আবেদন শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার দুপুরে লিবিয়ায় নিহত সাদ্দাম হোসেন আকাশের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এতে ভৈরবের মানবপাচারকারী তানজিরুলকে প্রধান আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ভৈরব থেকে সিআইডি বাচ্চু মিলিটারিকে গ্রেফতার করে। তিনি ওই মামলার দ্বিতীয় আসামি। মামলার অন্য আসামিরা হলো ভৈরবের শ্রীনগর পূর্বপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে তানজিরুল ওরফে তানজিদ (৩৫), সোনা মিয়ার ছেলে মোঃ বাচ্চু মিলিটারি (৬৯), তানজিদের ভাতিজা নাজমুল (২৪), মৌটুপি গ্রামের ঈদু মিয়ার ছেলে জবুর আলী (৫৫), লক্ষ্মীপুর গ্রামের জাফর (৩৫), শম্ভুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে স্বপন ও গোছামারা গ্রামের মিন্টু মিয়া (৩৫)।
×