ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের স্বাস্থ্যবিধি মেনে ১৬ রুটে বাস চলাচল শুরু

প্রকাশিত: ১৯:২২, ১ জুন ২০২০

বাগেরহাটের স্বাস্থ্যবিধি মেনে ১৬ রুটে বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।বাগেরহাটে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে বাস চলাচল সোমবার সকাল থেকে শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমনরোধে দুই মাস বন্ধ রাখার পর সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করা হচ্ছে। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার জানান, প্রতিটি বাসে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং চালক ও তার সহকারীদের মাস্ক হ্যান্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল বাস মালিক ও চালক সরকারের নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করায় ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে দেখা গেছে- বাসগুলোতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী তুলছে চালকরা। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ও হাতে জীবানুনাশক ছিটিয়ে বাসে ওঠানো হচ্ছে; যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে সিটে বসছেন। যাত্রীদের পাশাপাশি বাস চালক ও তাদের সহকারীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল বাধ্যতামূলক। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত নিয়মিত মনিটরিং করছে।
×