ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে করোনা সন্দেহে মৃত্যুর লাশ দাফন করে দিল পুলিশ

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ মে ২০২০

নরসিংদীতে করোনা সন্দেহে মৃত্যুর লাশ দাফন করে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ হঠাৎ মাথা ব্যাথা ও শ্বাস কষ্ট নিয়ে চিকিৎসার জন্য ফেরদৌসী বেগম (২৭) নামে এক মহিলা বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এই ভয়ে ফেরদৌসী বেগমের স্বামীর বাড়ির ও বাবার বাড়ির কোন লোকজনই তার লাশ বুঝে নেননি। ফেরদৌসী বেগমের স্বামী আল-আমিন এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামে এবং তার বাবার বাড়ি একই উপজেলার ছলিমগঞ্জ গ্রামে। দীর্ঘ ১০ বছর যাবত তার স্বামী মালদ্বীপে থাকেন। নরসিংদী পৌরসভার শালিধাতে হাসানের বাড়িতে ৫ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। সংবাদ পেয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার (বিপিএম) বার পিপিএম এর নির্দেশে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ বুঝে নেন। পরে শুক্রবার কবর খোড়া থেকে শুরু করে ওই নারীর দাফনের ব্যবস্থা করেন পুলিশ। পরে নরসিংদী পৌর কবরস্থানে মৃত ফেরদৌসী বেগমের লাশ দাফন করেন নরসিংদী মডেল থানার ও.সি সৈয়দুজ্জামান সহ থানা পুলিশের সদস্যগণ।
×