ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্য শরীরে করোনা শনাক্ত॥ জেলায় আক্রান্ত ১০৮

প্রকাশিত: ১৭:০৫, ২৮ মে ২০২০

নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্য শরীরে করোনা শনাক্ত॥ জেলায় আক্রান্ত ১০৮

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এর আগে এই ক্যাম্পের ৯ জন করোনা পজেটিভ হয়ে জেলা সদর জেনারেল হাসপাতারের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে নীলফামারী র‌্যাব ক্যাম্পের ১৯ জন করোনা পজেটিভ হলো। সুত্র মতে নীলফামারী র‌্যাবের নতুন করে ৬৩টি নমুনা সংগ্রহ করে গতকাল বুধবার ঢাকার কোভিট -১৯ ডিজিএইচএস পরীক্ষাগারে প্রেরন করা হয়েছিল। এরমধ্যে আজ বৃহস্পতিবার বিকালে ১০ জনের পজেটিভ রির্পোট পাওয়া গেছে। সুত্র মতে এ জেলায় ১০৮ জন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী জেলা সদরে ৪৭,ডোমার উপজেলায় ১১,ডিমলা উপজেলায় ১৫,জলঢাকা উপজেলায় ৯, কিশোরীগঞ্জ উপজেলায় ৮ ও সৈয়দপুর উপজেলায় ১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন ও এক নারী সহ ২ জন মৃত্যু বরণ করে।
×