ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় চরমপন্থীদের হামলায় হত ২০

প্রকাশিত: ২২:১০, ১২ মে ২০২০

নাইজিরিয়ায় চরমপন্থীদের হামলায় হত ২০

প্রাণঘাতী করোনার প্রকোপে এই মুহূর্তে দিশেহারা বিশ্বের সব দেশের মানুষ। একদিকে মৃত্যুভয়, অন্যদিকে দীর্ঘ লকডাউনে কর্মহীনতা আর অর্থনৈতিক বিপর্যয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে মানুষ। এমনিতেই ভয়াবহ কঠিন হয়ে উঠেছে বেঁচে থাকা। অথচ এই পরিস্থিতির মধ্যেও নাইজিরিয়ার তিলাবেরি অঞ্চলে সাধারণ গ্রামবাসীর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে চরমপন্থীরা। তিলাবেরির বেশ কয়েকটি গ্রামে বন্দুকধারী চরমপন্থীদের সর্বশেষ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাইজিরিয়া কর্তৃপক্ষ। বিবিসি। তিলাবেরির গবর্নর তিদজানি ইব্রাহিম কাতিয়েলা জানান, গত শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে একদল বন্দুকধারী মোটরসাইকেলে করে গাদাবো ও কোইরা তেগুইয়োসহ বেশকিছু গ্রামে হামলা চালায়। সে সময় তারা গ্রামবাসীদের চলে যেতে বলে ও দোকানপাট, গবাদি পশু লুট করে। এদিকে কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আইএস ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামি চরমপন্থীরা এ অঞ্চলে সক্রিয়। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত তাদের চালানো বিভিন্ন হামলায় ১৭০ সেনা নিহত হয়েছে।
×