ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সন্দেহজনক করোনা রোগীর ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

প্রকাশিত: ২৩:০৭, ১ মে ২০২০

সন্দেহজনক করোনা রোগীর ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ সরকারী বা বেসরকারী হাসপাতালে আগত সন্দেহজনক করোনা রোগীর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত হাসপাতালে আগত রোগীকে তাৎক্ষণিকভাবে বের করে দেয়া যাবে না। বৃহস্পতিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্তি মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারী বা বেসরকারী হাসপাতালে কোন মুমূর্ষু রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে এবং কোন কারণে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে রোগীটিকে তাৎক্ষণিকভাবে বের করে দেয়া যাবে না। রোগীটিকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সম্পর্কিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলোতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে। সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের (কোভিড-১৯) হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করতে হবে- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ ও ০১৩১৩৭৯১১৪০।
×