ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়িয়ার মগরে করোনার উপসর্গ নিয়ে যুবতীর মৃত্যু

প্রকাশিত: ১৪:৩১, ২৮ এপ্রিল ২০২০

নড়িয়ার মগরে করোনার উপসর্গ নিয়ে যুবতীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের উত্তর মগর গ্রামে করোনার উপসর্গ নিয়ে খাদিজা নামে এক যুবতীর (১৯) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তার শরীরে লালচে রেশ, কাশি ও জ্বর সহ করোনার কিছু উপসর্গ ছিল। সংবাদ পেয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ইসলামী ফাউন্ডেশনের লোকজন এসে ইসলামী শরীয়ত মোতাবেক তার দাফন কার্য সম্পন্ন করেন। আইইডিসিআর এ পাঠানোর জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মৃতের আশেপাশের তিনটি পারিবারের ১৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ বিষয়ে শরীয়তপুর সিভিল সার্জন ডাঃ এসএম আব্দুল্লাহ আল মুরাদ জানান, মৃতের শরীরে কিছুটা করোনার উপসর্গ থাকায় আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছি এবং তাকে আমাদের লোকজন নিয়ম অনুযায়ী দাফন কার্য সম্পন্ন করেছে।
×