ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নকল পিপিই বিক্রি ॥ তিন যুবকের জরিমানা

প্রকাশিত: ০৯:১৯, ২৪ এপ্রিল ২০২০

মাদারীপুরে নকল পিপিই বিক্রি ॥ তিন যুবকের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ এপ্রিল ॥ নকল পারসোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) বিক্রির দায়ে তিন যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন। ওই তিন যুবক হলো ফরিদপুরের সদর উপজেলার লাভলু মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (৩০), একই এলাকার সিদ্দিক রহমানের ছেলে জনি (২৮) ও আলী মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৮)। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে নকল পিপিই, হ্যান্ড গ্লাভস ও জীবাণুনাশক বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে সদর হাসপাতালের সামনে থেকে হাতেনাতে তিন যুবককে আটক করা হয়। সেখান থেকে অর্ধশত নকল পিপিই, সহস্রাধিক নকল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত।
×