ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইরাকে আইএস নয়া প্রধান আবু ইব্রাহিম আল-কুরাইশি

প্রকাশিত: ১০:৪৯, ২২ এপ্রিল ২০২০

ইরাকে আইএস নয়া প্রধান আবু ইব্রাহিম আল-কুরাইশি

ইরাকে ইসলামিক স্টেট বা আইএসর নয়া প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আল-মা’লুমা এ খবর জানিয়েছে। -খবর পার্সটুডে অনলাইনের। সূত্রটি বলেছে, গোয়েন্দা সূত্রগুলো এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে, কুরাইশি ইরাকের ভেতরেই রয়েছে এবং মুষ্টিমেয় কয়েকজন আইএস কমান্ডার ছাড়া তার চেহারা ও বেশভুষা সম্পর্কে কারও কিছু জানা নেই। ভারতের গুহায় আইসোলেশনে ছয় পর্যটক করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে লকডাউন চলছে। লোকজন যতটা সম্ভব বাড়িতেই অবস্থান করছে। করোনার প্রকোপ থেকে বাঁচতে লোকজনকে জনসমাগম এড়িয়ে চলতে এবং বাড়িতেই অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার ঝুঁকি থেকে বাঁচতে যতটা সম্ভব সবকিছু মেনে চলার চেষ্টা করছেন সবাই। কিন্তু ভারতে থাকা ৬ পর্যটক যেভাবে আইসোলেশনে ছিলেন সেভাবে আর কেউ থাকছে না। প্রায় এক মাস ধরে ভারতের একটি গুহায় সেলফ আইসোলেশনে ছিলেন ওই পর্যটকরা। এনডিটিভি অনলাইন।
×