ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৫, ২১ এপ্রিল ২০২০

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পিতা-পুত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ এপ্রিল ॥ বেড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচ জনের মধ্যে পিতা পুত্র ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত পিতা আবুল হোসেন শেখ (৬৫) ও পুত্র কালাম শেখের বাড়ি বেড়া পৌর এলাকার শেখ পাড়ায়। আবুল শেখের অন্য ছেলে কালু শেখের অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানা গেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আবুল হোসেন শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে তা বদলিয়ে গ্যাসভর্তি সিলিন্ডার লাগানোর কিছু সময়ের মধ্যে লিকেজ হয়ে আগুন লাগে। দুর্যোগকালীন ত্রাণ কমিটি গঠনে চসিক মেয়রের নির্দেশনা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন মহানগরীর ৪১ ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে দুর্যোগকালীন ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরগণ ত্রাণ কমিটির আহ্বায়ক হবেন। যুগ্ম আহ্বায়ক থাকবেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সদস্য সচিব হবেন ওয়ার্ড সচিব। ৫১ সদস্যের এ কমিটিতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রি, প্যাগোডার ভান্তে, রাজনৈতিক কর্মী, পেশাজীবী সংগঠন কর্মী, সংস্কৃতি কর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকবেন। ২৪ পদাতিক ডিভিশনের অফিসারদের সঙ্গে সভা ॥ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২৪ পদাতিক ডিভিশনের দায়িত্বরত অফিসারদের সঙ্গে এক পরামর্শ সভা করেন।
×