ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নির্দেশনা উপেক্ষা করে নাটোরে বসে জমজমাট হাট

প্রকাশিত: ০৯:১৮, ২০ এপ্রিল ২০২০

 নির্দেশনা উপেক্ষা করে নাটোরে বসে  জমজমাট হাট

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ এপ্রিল ॥ চলমান জরুরী অবস্থায় সরকারী নির্দেশনা না মেনে বিলদহর বাজারে বসছে জমজমাট হাট। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে প্রশাসনের সকল নিষেধাজ্ঞা অমান্য করেই বসানো হচ্ছে এই হাট। এতে করে প্রবলভাবে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়ছেন লোকজন। উপজেলা প্রশাসন থেকে এর আগেই ব্যবস্থা নিলে এখন পর্যন্ত কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না বিলদহরের এই জমজমাট হাট। স্থানীয় কিছু স্বার্থান্বেষী লোকের কারসাজি ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করার কারণে হাট বন্ধ করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বিব্রতকর অবস্থায় রয়েছে। তবে সকল নির্দেশনা দেয়ার পরেও প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার বানু। সূত্র জানায়, সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার সকালে বসে সিংড়ার প্রত্যন্ত এলাকার এই বিলদহর হাটটি। সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করেই, উপজেলা প্রশাসনের সকল নির্দেশনা উপক্ষো করে স্থানীয় মাহিদুল ইসলাম মানিক, মমিন মন্ডল ও ইব্রাহীমের নেতৃত্বে এই হাটটি বসানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে প্রশাসনকে ফাঁকি দিয়ে বসানো হচ্ছে জমজমাট হাট। জোরপূর্বক খাজনা আদায় করা হচ্ছে। জমজমাট হাটে দোকানপাট খোলা রাখার খবর পেয়ে উপজেলা প্রশাসন উক্ত হাটে অভিযান চালালেও সেভাবে সফল হচ্ছে না প্রশাসন। ওই সিন্ডিকেট আগেই প্রশাসনের অভিযানের খবর দোকানিদের দিয়ে দেয়ায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। প্রশাসনের লোকজন চলে গেলে আবার জমজমাট হয়ে ওঠে বাজারটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার বানু জানান, কাঁচাবাজার মাঠের মধ্যে স্থানান্তরের নির্দেশ দেয়া হলেও তা মানা হয়নি। স্থানীয় বিভিন্ন কমিটিতে যারা আছেন, তারা শুধু পলিটিক্স করেন। তারা সেভাবে কোন সহযোগিতা করছেন না। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কমিটিকেও বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
×